Posts

Showing posts from October 18, 2020

শরীর ও স্মৃতিপট

 তোমার দেহের প্রতিটি ভাজ আমি চিনি না শুধু তাই না? আরো বেশি? ভাঁজের নিচে লুকিয়ে থাকা লোমকূপ তার গভীরতাও আমি জানি। তোমার ঠোঁটে কয়টা ভাঁজ হয়ত তুমি  নিজেই জানো না। কিন্তু আমি? প্রতি ভাঁজদ্বয়ের মধ্যকার দূরত্ব কতখানি তা ভালোভাবেই জানে আমার ঠোঁট দুটি। তোমার নাভিতে জল ধরে কতখানি তা হয়ত তুমি খেয়াল করো নি। কিন্তু আমি? নাভীর প্রতিটি ছিদ্রপটের চিত্রখানি এখনো আঁকতে পারি আমি। তোমার উরু কখন সম্মোহিত হয় তা হয়ত তুমি অনুভব করো। কিন্তু আমি? কিভাবে নিতে হয় স্বর্গ সুখের চূড়ায় তা আর কেউ না জানুক। আমি জানি। এতসব ভালোবাসার চিহ্ন আঁকতে দিলে অথচ ভালোবাসা! হাঁ আমি ভেবেই বলছি যে বিশ্বাসের উপর ভর দিয়ে জীবন চলবে সেটা কি তুমি আমায় দিয়েছিলে? #শালুকমল

তট তটিনীর প্রেম

 একদিন এক তট ভালোবেসেছিলো এক তটিনিকে যে তার বুক জুড়ে রয়ে গেছে তার পানে চেয়ে কতকাল কেটে! সেই তটিনী - যার উথাল পাতাল ঢেউ প্লাবন আনে তটের হিয়া শরীর জুড়ে। তারপর হটাৎ এক মন খারাপের ভাটায় - তটিনী যখন তটের থেকে একটু দূরে অপেক্ষায় আর আকুলতায় তখন তটের বুকে আঁকা বাঁকা অনেক চির ধরে। তবুও তটিনীর সাথে তার দেখা হয় না ছলাৎ ছলাৎ শব্দে আর বলেনা গল্পকথা। তারপর অনেকসময় পরে - এক নির্জন দুপুরে, সকলকে লুকিয়ে তটিনী এলো তটের কাছে চুপিসারে। বিষ্ময় আর অনুরাগ মাখা মুখে সেই অপূর্ব রুপখানি দেখে, হৃদয়ভরা সুখে, তট ছুঁয়েছিল তটিনী কে ফিসফিস সুরে... শুনিয়েছিল তটিনী - কইব কথা অবকাশে! তারপর এক বর্ষার সাথে তটিনী আসে অপেক্ষারত তটের কাছে। অভিমানি ভঙ্গীতে বলে - আমি নই অন্তর্যামিনী! তাই রম্য, না বাঁধিলে আমায় হবেনা এই মনোমোহিনী - তোমার চিরসঙ্গিনী। #শালুকমল

প্রাক্তন

 আজ থেকে বহু বছর পর যখন হবে আমাদের শেষ বেলার হটাৎ দেখা। তখন দুইজনের হাতে থাকবে সেই উড়োচিঠি, আমাদের কাঁপা কাঁপা হাতে লেখা। মুখোমুখি দাঁড়াব আমরা হয়ত আমাদের বর্তমান অস্থিত্বকে সঙ্গে নিয়ে। সব মুহূর্ত তখন পড়ে থাকবে চুপ, আটবে বুঝি একে অপরের ঠোঁটের তুরুপ, কারণ আমরা যে আজ শুধুই প্রাক্তন!! কোনো ছাপ ফেলেনি তাতে আমাদের বর্তমান। মনে মনে বললাম আজ; "কি হে! প্রাক্তন হয়ে আজ সুখ পেলে?" তুমি ছাড়লে শুধু দীর্ঘশ্বাস - দুঃখ বিনা সুখ ভোগ হয় কি সম্ভবে? কাল যা চাই আজ যে তা পাই না। বয়সের উপান্তে দাঁড়িয়ে করি বৃথা সাধনা। মোহ কেটেছে তো আজ বহুকাল, তবুও শান্তনা প্রাক্তন যে হয়েছি শেষ কাল। #শালুকমল