আলাউদ্দিন খিলজির শাসনামল: অবিশ্বাস্য পরিমাণ লোভ ও লুটের আতংক চতু্র্থ পর্ব
চতু্র্থ পর্ব ঃ কুতুব উদ্দিন আইবেকের শাসনামলের শুরু; হত্যা, দাসত্ব এবং মন্দির ধ্বংসের মাত্রা প্রথম পর্ব ঃ মুহম্মদ বিন কাশিমের সিন্ধু আক্রমণ দ্বিতীয় পর্বঃ সুলতান মাহমুদ গজনী’র ভারত আক্রমণ তৃতীয় পর্বঃ মুহম্মদ ঘুরীর দিল্লী দখল চতু্র্থ পর্বঃ কুতুব উদ্দিন আইবেকের শাসনামলের শুরু; হত্যা, দাসত্ব এবং মন্দির ধ্বংসের মাত্রা মুহম্মদ ঘুরির সেনাপ্রধান কুতুব উদ্দিন আইবেক তার মালিক মুহম্মদ ঘুরির মৃত্যুর পর নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দিয়ে দিল্লীতে মামলুক (দাস বংশের) শাসনামলের সূচনা করে। ছোটবেলায় দাস হিসেবে বিক্রি হয়ে যাওয়া কুতুব উদ্দিন আইবেক ইরানের নিশাপুরের এক কাজির (বিচারক) কাছে বেড়ে ওঠে। কাজির কাছেই কুতুব উদ্দিন ঘোড়ায় চড়া, যুদ্ধবিদ্যা, তীর চালানো শিক্ষা লাভ করে। কাজির কাছ থেকে কুতুব উদ্দিনকে কিনে নেয় মুইজ উদ্দিন মুহম্মদ ঘুরি। যুদ্ধের কৌশল আর বুদ্ধির জোরে কুতুব উদ্দিন, ঘুরির সেনাপ্রধান, সাহসী যোদ্ধা এবং ঘুরির বিশ্বস্ত সহচরে পরিণত হয়। তারাইনের প্রথম যুদ্ধে কুতুব উদ্দিনের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির কারণেই ঘুরি প্রাণে বেঁচে যায়। মুহম্মদ ঘুরি ভারত দখল করে কুতুব উদ্দিন আইবেকের কা...