Posts

Showing posts from October 7, 2021

নেগেটিভিটি বায়াস: নেতিবাচক বিষয়গুলোর প্রতি আমাদের অতি আকর্ষণ

Image
  নেগেটিভিটি বায়াস: নেতিবাচক বিষয়গুলোর প্রতি আমাদের অতি আকর্ষণ কর্মক্ষেত্রে সারাদিন ভালো সময় কাটালেন। কিন্তু এক সহকর্মী মাত্র কয়েক সেকেন্ড আপনাকে নিয়ে বাজে কিছু একটা বলল, যার কারণে মনে করলেন পুরো দিনটাই বাজে গেল। সারাদিনের ভালোভাবে কাটানো সময়গুলোর চেয়ে ওই কয়েক সেকেন্ডের কথাই বেশি মনে রাখলেন। কারো নামে ইতিবাচক কোনো কথা শুনলে সেটা অনেক সময় বিশ্বাস না করলেও তার নামে নেতিবাচক কথা শুনলে সেটা বিশ্বাস করতে সময় লাগে না। ৫০০ টাকা আয় করে যতটা খুশি হবেন, ৫০০ টাকা হারিয়ে ফেললে তার চেয়ে বেশি দুঃখ পান। অফিস থেকে পারফরম্যান্স রিভিউ পেয়েছেন, যেখানে আপনাকে নিয়ে প্রায় ৭০ শতাংশ কথাই ইতিবাচক। বাকি অংশে কিছু দুর্বলতা ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনার উন্নতি করা উচিত। আপনি ইতিবাচক দিকগুলো বাদ দিয়ে সেই দুর্বলতার দিকগুলো নিয়ে ভেবেই মন খারাপ করলেন। আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হলো। তখন থেকে আপনি শুধু তার দোষগুলো নিয়েই ভাবতে থাকলেন। তার সাথে কাটানো আনন্দের সময়গুলো আপনার খুব একটা মনে আসে না। বন্ধুদের সামনে কয়েক বছর আগে অপমানজনক কিছু একটা করেছিলেন, যার কারণে তারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল। সেটা নিয়ে আপনি এখনো ল...