Posts

Showing posts from March 12, 2023

লো সিজিপিএ ধারীরা আমেরিকায় কিভাবে আসবেন

  লো সিজিপিএ ধারীরা আমেরিকায় কিভাবে আসবেন মাঝে মাঝে অনেক প্রশ্ন আসে এরকম যে, তাদের সিজিপিএ অনেক খারাপ৷ কিভাবে নিজেকে সমৃদ্ধ করা যায় এবং আমেরিকার কোনো ভার্সিটিতে কিভাবে এডমিশন নেয়া যায় ইত্যাদি। এ ধরনের প্রশ্নের কোনো সোজা-সরল উত্তর নেই। যেমনটির কোনো উত্তর নেই হাই সিজিপিএ ধারীদের ক্ষেত্রেও। যাদের ভালো সিজিপিএ তারা যেমন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আমেরিকান ইকোনোমিতে ঢুকতে পারবে না, তেমনি লো সিজিপিএ ধারীরা এমন চিন্তা কখনো করবে না যে কখনো তারা আমেরিকায় আসতে পারবে না। তাহলে পুরো বিষয়টা কী? প্রথমেই বুঝতে হবে যে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো সবার জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেই রাখে। বাংলাদেশের মতন না যে, সিজিপিএ খারাপ মানে সে অচ্ছ্যুত। সিজিপিএ শর্টলিস্ট করার ক্ষেত্রে কাজে লাগে। এইটুকুই৷ তারপরও সব ভার্সিটির জন্য না৷ টপ কিছু ভার্সিটি এরকম ডিমান্ড করে। তবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আশেপাশের অনেকের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এসব খুব ফ্লেক্সিবল। আপনি যদি নিজেকে ঐ মার্কেটে একজন এসেট হিসেবে প্রকাশ করতে পারেন, তাহলে এসব সিজিপিএ কোনো ব্যাপার না। বিশ্ববিদ্যালয় বাছাই করা এবং পটেনশিয়াল প্রফেসরের সাথে কান...