Posts

Showing posts from September 21, 2020

অসমাপ্ত গল্প

 সকাল ৭ টা বেজে কিছু.... রোদেলার ফোনে ঘুম ভাঙ্গে। রোদেলা হাসপাতালে যাচ্ছে, মেঘলা কাল রাতে ঘুমের ঔষধ খেয়ে সুইসাইড করেছে। খবরটা পেয়ে - আমি যেনো থমকে গেলাম। একবার ভাবলাম হাসপাতালে যাই, তৈরিও হতে শুরু করলাম। তারপরে নিজেকে আটকে নিলাম। না যাওয়াটাই উচিত হবে। আসলে আমার আর মেঘলার সম্পর্কটা খুব কম লোকই জানত। আর যারাই জানত, কেউই মেনে নিত না। তাই এমন সময়ে তাদের কথা ভেবেই আর পা বাড়াই নি। রোদেলাকে সামলানোর জন্য যদিও যাওয়া উচিত; কিন্তু থাক ও তো জানত না আমার আর মেঘলার সম্পর্কের কথা, আজ কোনো ভাবে জানলে ও আরও বেশি ভেঙে পড়বে। কারণ প্রথমে সে আমাকে প্রপোজ করেছিল। আমি না করে দিয়েছিলাম। মেঘলার সঙ্গে সম্পর্কটা শুরু হয় অদ্ভুদভাবে। তখন আমি সবে রংপুর থেকে এসে ভার্সিটিতে ভর্তি হই। রোদেলা আর মেঘলা দুইজনই দুই জনের বেস্ট ফ্রেন্ড ছিল। আমার সাথে প্রথম আলাপ হয় রোদেলার। তারপর তার মাধ্যমে মেঘলার সাথে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা তিনজনই কাছের বন্ধু হয়ে উঠলাম। অল্প দিনে বুঝলাম মেঘলার মনে আমি একটু অন্যভাবে জায়গা পেতে শুরু করেছি। তাইতো কখনো আমরা একসাথে কোথাও গেলে নানা বাহানায় তার আমাকে  ছোঁয়ার প্রচেষ্টা, ব...