কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার শেখার জন্য কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল
কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার শেখার জন্য কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল— Adobe Photoshop এডোবি ফটোশপের একদম ব্যাসিক থেকে প্রো লেভেলের এডিটিং, টিপস এবং ট্রিকস শিখাবে PiximPerfect [10/10] চ্যানেলটি। এই চ্যানেলে শুধুমাত্র ফটোশপ সম্পর্কে ভিডিও তৈরি করে। Adobe Illustrator এডোবি ইলাস্ট্রেটরের সবকিছু খুটিনাটিসহ আলোচনা করে বিস্তারিত ভিডিও বানায় এমন চ্যানেল খুব কম৷ তবে, AD Academy [5/10] নামে বাংলা ভাষায় একটি ইউটিউব চ্যানেল আছে। এখানে আপনি লোগো তৈরি, ব্যানার তৈরি, মক আপ সবকিছু শিখতে পারবেন। তবে এডোবি ইলাস্ট্রেটর শিখতে এই চ্যানেলটি পরিপূর্ণ না। Graphic School [6/10] নামে একটি চ্যানেল আছে যেখানে আপনি ইলাস্ট্রেটরের ব্যাসিক টুলসসহ বিগিনার থেকেই ইলাস্ট্রেটর শিখতে পারবেন। এই চ্যানেলটিও বাংলা ভাষায় ভিডিও তৈরি করে। MS PowerPoint বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই পাওয়ারপয়েন্টের ব্যবহার শুরু। আপনি যত বেশি পাওয়ারপয়েন্ট টুলস নিয়ে কাজ করতে পারবেন তত বেশি নিজেকে উপস্থাপন করতে পারবেন। পাওয়ারপয়েন্ট সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে দুটি ইউটিউব চ্যানেলের নাম বলিঃ One Skill PowerPoint [9/10] আরেকটি হলো PowerPoint Sc...