কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার শেখার জন্য কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল
কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার শেখার জন্য কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল—
- Adobe Photoshop
এডোবি ফটোশপের একদম ব্যাসিক থেকে প্রো লেভেলের এডিটিং, টিপস এবং ট্রিকস শিখাবে PiximPerfect [10/10] চ্যানেলটি। এই চ্যানেলে শুধুমাত্র ফটোশপ সম্পর্কে ভিডিও তৈরি করে।
- Adobe Illustrator
এডোবি ইলাস্ট্রেটরের সবকিছু খুটিনাটিসহ আলোচনা করে বিস্তারিত ভিডিও বানায় এমন চ্যানেল খুব কম৷ তবে, AD Academy [5/10] নামে বাংলা ভাষায় একটি ইউটিউব চ্যানেল আছে। এখানে আপনি লোগো তৈরি, ব্যানার তৈরি, মক আপ সবকিছু শিখতে পারবেন। তবে এডোবি ইলাস্ট্রেটর শিখতে এই চ্যানেলটি পরিপূর্ণ না। Graphic School [6/10] নামে একটি চ্যানেল আছে যেখানে আপনি ইলাস্ট্রেটরের ব্যাসিক টুলসসহ বিগিনার থেকেই ইলাস্ট্রেটর শিখতে পারবেন। এই চ্যানেলটিও বাংলা ভাষায় ভিডিও তৈরি করে।
- MS PowerPoint
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই পাওয়ারপয়েন্টের ব্যবহার শুরু। আপনি যত বেশি পাওয়ারপয়েন্ট টুলস নিয়ে কাজ করতে পারবেন তত বেশি নিজেকে উপস্থাপন করতে পারবেন। পাওয়ারপয়েন্ট সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে দুটি ইউটিউব চ্যানেলের নাম বলিঃ One Skill PowerPoint [9/10] আরেকটি হলো PowerPoint School [6/10]
এই দুটি চ্যানেলের মাধ্যমে আপনি পাওয়ারপয়েন্ট সম্পর্কে অনেক দারুন অনুভুতি পাবেন।
- Blender (3D Animation)
টিভি কিংবা মোবাইল ফোনে আপনারা যে ত্রিমাত্রিক কার্টুন দেখেন সেগুলো তৈরি করা হয় কিছু বিশেষায়িত সফটওয়্যার দিয়ে। কার্টুন তৈরির বেশির সফটওয়্যারই পেইড। তবে Blender সফটওয়্যারটি এখনও ফ্রী এবং ইউজার ফ্রেন্ডলি। তো, ব্লেন্ডার দিয়ে কার্টুন তৈরি করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি চ্যানেল অনেক বেশি সাহায্য করবে।
— Blender Guru [10/10]
এই চ্যানেলে একদম বিগিনার থেকে এডভান্স লেভেলের 3D অ্যানিমেশন শিখাবে।
— FlyCat [10/10]
এই চ্যানেলটি পুরো মানুষ বা কোনো প্রাণির 3D মডেল তৈরি করতে শেখায়।
— CG Cookie (English)[10/10]
এই চ্যানেল ব্যাসিক টুলস ব্যবহার করে নতুন সুন্দর সুন্দর বস্তু তৈরি করতে শেখায়।
— Md shaon FL [6/10]
এই চ্যানেলটিও ব্যাসিক টুলস ব্যবহার করে নতুন সুন্দর সুন্দর বস্তু তৈরি করতে শেখায়। তবে এই চ্যানেলটি বাংলা ভাষায় বলে আমি এখানে উল্লেখ করে দিলাম।
- MS Excel
মাইক্রোসফট এক্সেলের জন্য Learning Tech Media চ্যানেলটি ভালো মনে হয়েছে। তবে আমি কখনও এদের ভিডিও দেখিনি।
- All Adobe Products (Mixed Channel)
এডোবি এর সমস্ত সফটওয়্যার নিয়ে একই সাথে ভিডিও তৈরি করে এমন দুটি জনপ্রিয় চ্যানেল হলো Dansky [10/10] এবং GFXmentor [10/10] নামক দুটি চ্যানেল। বর্তমানে এডোবি'র ৩২ টি সফটওয়্যার আছে। প্রত্যেক সফটওয়্যার নিয়ে আলাদা আলাদা চ্যানেল করা খুবই কষ্টসাধ্য বিষয়। সে হিসেবে এই চ্যানেল দুটি আশা করি আপনাদের সর্বোচ্চ সাহায্য করবে।
আরেকটু কথা! মিক্সেড চ্যানেলগুলোতে সব সফটওয়্যারের টিউটোরিয়াল ভিডিও পাবেন। যদি কখনও কোনো নির্দিষ্ট টুলস সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে ওই টুলসের নাম লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন। ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্স আছে।
আপনার জীবনে এই সফটওয়্যারগুলো একদিন না একদিন ব্যবহার করতে হবেই। সুতরাং, আপনি স্ক্রিনশট তোলে লিস্টটা জমা রাখতে পারেন অথবা শেয়ার করে সেভ করে রাখুন নিজের টাইমলাইনে।

Comments
Post a Comment