Posts

Showing posts from June 25, 2024

জার্নাল কথনঃ কোথায় সাবমিট করব, কোথায় করব না?

  জার্নাল কথনঃ কোথায় সাবমিট করব , কোথায় করব না ? এই পোস্টটা আমার মত একা একা , শূন্য থেকে শুরু করা মানুষদের জন্য । আমি একা পথ চলতে গিয়ে যেসব জায়গায় সোজা বাংলায় " ধরা খেয়েছি " সেসব প্রশ্নোত্তরে সাজানোর চেষ্টা করেছি । লোকে বলে " বুদ্ধিমানে শেখে অন্যের ভুল থেকে " । আমি আপনাদের সে সুযোগটা করে দিতেই লিখছি । প্রিডেটরি , পে এন্ড পাবলিশ , নন পীয়ার রিভিউড , অমুক দেশী তমুক দেশী   জার্নালের উত্থান ও আধিক্যের যুগে একজন সুপারভাইজরবিহীন , অভিজ্ঞতাহীন   এবং   অধৈর্য্য   ছাত্রের জন্য ভালো জার্নাল চেনা খুব একটা সহজ কাজ নয় । অধৈর্য্য একারণেই লিখলাম কারণ আমি শুরুতে অনেককেই দ্রুত ফলাফল আশা করতে দেখি , যেটা আসলে গবেষণার ক্ষেত্রে একেবারেই খাটে না ।   প্রশ্নঃ কিভাবে ভালো জার্নাল চিনবেন ? উত্তরঃ সবচেয়ে কার্যকরী উপায়টি হলো প্রথমেই যেকোন জার্নালের " ইন্ডেক্সিং " (Indexing) বা " ইন্ডেক্সড ইন " (Indexed in) সেকশনে   যাবেন , ওখানে যদি ইন্ডেক্সড ইন " স্কোপাস (...