Posts

Showing posts from May 10, 2021

তুমি

 গল্পটা অন্যরকম হতে পারত। কিন্ত সব গল্প এক নয়,কিছু গল্প কখনো সম্পূর্ণ হয় না। গল্প গুলো অপূর্ণ রয়ে যায় সারা জীবন। আমার গল্পটাও অনেকটা সেরকম। যে গল্প অপূর্ণ রয়ে গেলেও,তার স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি।গল্পের শুরু একটি সুন্দর মেঘলা দিনে। অন্যান্য দিনের মত সেদিনও কলেজের বড় আম গাছটার নিচে বসে ছিলাম। ক্লাস না থাকলে এখানেই বসে থাকি আমি। কারণ,আড্ডা দেওয়ার মত সেরকম কোন বন্ধু নেই আমার। আসলে বানাতে পারি নি বলা উচিত। কারণ,আমি ছোট থেকেই মানুষজনের সাথে সেভাবে মিশতে পারি না। এভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম,কিন্ত কেন জানি কিছু একটার অভাব বোধ করতাম। বুঝতাম না কি হতে পারে সেটা। তো একদিন কলেজের বড় আম গাছের তলায় বসে ক্লাসের বারান্দার দিকে তাকিয়ে ছিলাম। আর সেই মূহুর্তে আমি আমার জীবনের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পাই। একটি মেয়ে। যে ক্লাসরুম থেকে হেঁটে আসছিলো । আপাত দৃষ্টিতে বিষয়টা খুবই সাধারণ ব্যাপার বলে মনে হতে পারে। কিন্ত কোন এক কারণে আমার কাছে সেদিন তা অসাধারণ হয়ে উঠে। মেয়েটি তার চোখ দু'টো বন্ধ করে হাসছিলো আর হালকা বাতাসে চুল গুলো তার মুখে এসে পড়ছিলো। তাকে সেদিন নীল জামায় অপরূপ লাগছিলো। মনে হচ্ছিলো চার...