প্রাক্তন
আজ থেকে বহু বছর পর যখন হবে
আমাদের শেষ বেলার হটাৎ দেখা।
তখন দুইজনের হাতে থাকবে সেই উড়োচিঠি,
আমাদের কাঁপা কাঁপা হাতে লেখা।
মুখোমুখি দাঁড়াব আমরা হয়ত
আমাদের বর্তমান অস্থিত্বকে সঙ্গে নিয়ে।
সব মুহূর্ত তখন পড়ে থাকবে চুপ,
আটবে বুঝি একে অপরের ঠোঁটের তুরুপ,
কারণ আমরা যে আজ শুধুই প্রাক্তন!!
কোনো ছাপ ফেলেনি তাতে আমাদের বর্তমান।
মনে মনে বললাম আজ;
"কি হে! প্রাক্তন হয়ে আজ সুখ পেলে?"
তুমি ছাড়লে শুধু দীর্ঘশ্বাস -
দুঃখ বিনা সুখ ভোগ হয় কি সম্ভবে?
কাল যা চাই আজ যে তা পাই না।
বয়সের উপান্তে দাঁড়িয়ে করি বৃথা সাধনা।
মোহ কেটেছে তো আজ বহুকাল,
তবুও শান্তনা প্রাক্তন যে হয়েছি শেষ কাল।
#শালুকমল
Comments
Post a Comment