শরীর ও স্মৃতিপট

 তোমার দেহের প্রতিটি ভাজ আমি চিনি

না শুধু তাই না? আরো বেশি?

ভাঁজের নিচে লুকিয়ে থাকা লোমকূপ

তার গভীরতাও আমি জানি।


তোমার ঠোঁটে কয়টা ভাঁজ হয়ত তুমি 

নিজেই জানো না। কিন্তু আমি?

প্রতি ভাঁজদ্বয়ের মধ্যকার দূরত্ব কতখানি

তা ভালোভাবেই জানে আমার ঠোঁট দুটি।


তোমার নাভিতে জল ধরে কতখানি

তা হয়ত তুমি খেয়াল করো নি। কিন্তু আমি?

নাভীর প্রতিটি ছিদ্রপটের চিত্রখানি

এখনো আঁকতে পারি আমি।


তোমার উরু কখন সম্মোহিত হয়

তা হয়ত তুমি অনুভব করো। কিন্তু আমি?

কিভাবে নিতে হয় স্বর্গ সুখের চূড়ায়

তা আর কেউ না জানুক। আমি জানি।


এতসব ভালোবাসার চিহ্ন আঁকতে দিলে

অথচ ভালোবাসা! হাঁ আমি ভেবেই বলছি

যে বিশ্বাসের উপর ভর দিয়ে জীবন চলবে

সেটা কি তুমি আমায় দিয়েছিলে?


#শালুকমল





Comments

Popular posts from this blog

তুর্কি দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপের আদ্যোপান্ত

রিকমেন্ডেশন (Recomendation) লেটার এর নিয়ম (নমুনাসহ)

মোটিভেশন (Motivation) লেটার লেখার নিয়ম (নমুনাসহ)