তট তটিনীর প্রেম

 একদিন এক তট ভালোবেসেছিলো এক তটিনিকে

যে তার বুক জুড়ে রয়ে গেছে

তার পানে চেয়ে কতকাল কেটে!

সেই তটিনী - যার উথাল পাতাল ঢেউ

প্লাবন আনে তটের হিয়া শরীর জুড়ে।



তারপর হটাৎ এক মন খারাপের ভাটায় -

তটিনী যখন তটের থেকে একটু দূরে

অপেক্ষায় আর আকুলতায় তখন

তটের বুকে আঁকা বাঁকা অনেক চির ধরে।

তবুও তটিনীর সাথে তার দেখা হয় না

ছলাৎ ছলাৎ শব্দে আর বলেনা গল্পকথা।


তারপর অনেকসময় পরে -

এক নির্জন দুপুরে, সকলকে লুকিয়ে

তটিনী এলো তটের কাছে চুপিসারে।

বিষ্ময় আর অনুরাগ মাখা মুখে

সেই অপূর্ব রুপখানি দেখে,

হৃদয়ভরা সুখে, তট ছুঁয়েছিল তটিনী কে

ফিসফিস সুরে...

শুনিয়েছিল তটিনী - কইব কথা অবকাশে!


তারপর এক বর্ষার সাথে

তটিনী আসে অপেক্ষারত তটের কাছে।

অভিমানি ভঙ্গীতে বলে - আমি নই অন্তর্যামিনী!

তাই রম্য, না বাঁধিলে আমায়

হবেনা এই মনোমোহিনী - তোমার চিরসঙ্গিনী।


#শালুকমল

Comments

Popular posts from this blog

তুর্কি দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপের আদ্যোপান্ত

রিকমেন্ডেশন (Recomendation) লেটার এর নিয়ম (নমুনাসহ)

মোটিভেশন (Motivation) লেটার লেখার নিয়ম (নমুনাসহ)