তুর্কি দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপের আদ্যোপান্ত
প্রতি বছর স্কলারশিপ আবেদনের সময়টাতে ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপসহ আনুষাঙ্গিক বিভিন্ন প্রশ্ন থাকে। আজ চেষ্টা করবো এই বিষয়ে আপনাদের কিছু ধারনা দিতে। এটা কি ধরনের স্কলারশিপ? এটি তুরস্কের ধর্ম মন্ত্রনালয়ের অধীনে দিয়ানাত ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। ইসলামী স্টাডিজ, থিওলজি বা শরীয়াহ সম্পর্কিত বিষয়ে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী নিয়ে আসে। তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ থেকেও ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে তুরস্কে আসে। দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপ সাধারণত ৪টি লেভেলে প্রদান করা হয়। ক. স্কুল লেভেল। (৯ম শ্রেণি) খ. অনার্স লেভেল। গ. মাস্টার্স লেভেল। ঘ. পিএইচডি লেভেল। প্রতি বছর বাংলাদেশ থেকে স্কুল, অনার্স, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে তারা ছাত্রছাত্রী এই স্কলারশিপ নিয়ে পড়তে আসে। কি কি সুযোগ-সুবিধা পাবেন? ক. হোস্টেলে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। খ. সরকারী হেলথ ইন্সুরেন্স। গ. স্কুল ও ইউনিভার্সিটি টিউশন ফি। ঘ. মাসিক বৃত্তি বাবদ স্কুল লেভেলে ৩০০ লিরা, অনার্সে ১০০০ লিরা, মাস্টার্সে ২৫০০ লিরা, পিএইচডিতে ৪০০০ লিরা। প্রতি বছর দুইবার অতিরি...



























































Comments
Post a Comment